অজিত কুমার দাশ,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার উদ্যোগে সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,গত ২ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার উদ্যোগে শামীম আহমেদ তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাঁকে সংবর্ধিত করা হয়।
হাওর অধ্যুষিত, জল জোৎসনা, কাব্যময়তার নান্দনিক সুনামগঞ্জ জেলার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দেশ ও গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, গত রোববার (২২ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেয়েছেন শামীম আহমদ তালুকদারসহ সারাদেশ থেকে ৪৫ জন সাংবাদিক। সাংবাদিক শামীম আহমদ তালুকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহিদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক শামীম আহমদ তালুকদার।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন-সাংবাদিক অজিত কুমার দাশ,বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সহ সভাপতি সুলতান আহমদ চৌধুরী,সহ সাধারন সম্পাদক ফজল উদ্দিন, কোষাধক্ষ্য জুনেদ আহমদ রুনু, পাপলু, জামিল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অভিব্যাক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত অতিথি সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, যেকোন ভালো কাজের স্বীকৃতি অনুপ্রেরণা যোগায়, উৎসাহিত করে। প্রত্যেকটি ভালো কাজের মধ্যদিয়ে মানুষ বেঁচে থাকে। প্রতিদিন আমরা যেনো কমপক্ষে একটি কাজ করে ঘরে ফিরি।
গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফস্বল সাংবাদিক ছাতক উপজেলা কমিটির উপদেষ্টা মুহিউদ্দিন বক্তব্যে বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা,আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ছাতক উপজেলার নতুন প্রস্থাবিত কমিটিকে স্বাগত জানাই সংগঠনের সকল সার্বিক কাজে আমি সহযোগিতা করব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.