পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে নানা আয়োজনের কর্মসূচী নিয়ে মাসব্যপি তারুণ্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি পঞ্চগড় স্টেডিয়ামে শেষ হয়। স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে তারুণ্য উৎসবের প্রীতী ফুটবল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। এসময় বক্তব্য রাখেন সৈয়দপুর সেনানীবাস ২৯ বি’র ল্যাফটেনেন্ট কর্ণেল ইউসুফ চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মাদক দ্রব্য অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌসুলী আব্দুল বারি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মফিজ উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মীর মোরসেদ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। স্টেডিয়াম মাঠে তারুণ্যের উৎসবে পরে প্রীতী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টুকু একাডেমী ও বাবু একাডেমি অংশ নেয়। মাস ব্যাপি এই উৎসবে তরুণদের নিয়ে কর্মশালা, স্কেটিং উৎসব, সাইকেল রেইস,গ্রামীণ খেলাধুলা, পিঠা উৎসব, রচনা, চিত্রাংকন, ফটোগ্রাফি প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, ভলিবল টুর্ণামেন্ট, ফুটবল টুর্ণামেন্ট,কারাতে প্রতিযোগিতা, অবস্টেকল রেইস সহ ২৩ টি ইভেন্ট আয়োজন করা হবে। গত ৩০ ডিসেম্বর এই উৎসব শুরু হয়। আগামী ১৯ ফ্রেব্রুয়ারী এই উৎসব শেষ হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.