বিপ্লব তালুকদার,নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন ও হাইটেক পার্কের মধ্যবর্তী স্থানে নাটোর হতে বগুড়ার দিকে আসা অজ্ঞাত যানবাহন ও মোটরসাইকেল আরোহী তিনজন সিংড়া হতে নাটোরের দিকে যাচ্ছিল। এসময় বগুড়া হতে রাজশাহীর পথে বাংলাদেশ সেনাবাহিনীর চারটি গাড়ি যাচ্ছিল। নাটোর হতে অজ্ঞাত বাস গাড়ি মোটরসাইকেল কে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে যায় ও আহত অবস্থায় একজন মোটরসাইকেল আরোহী গড়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ির নিচে গড়ে পরে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্দারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্দাম করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজন কে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী নিহত দুইজনের মৃত্যুদেহ ও আগত আরেকজন মোটরসাইকেল আরোহী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
নিহতরা হলেন,১।মোঃ রুবেল (৩০) পিতা ইসমাইল হোসেন, ২। মোঃ নাদিম মাহমুদ (৩২) পিতা মুঞ্জুরুল আলম।ও আহত মোঃ শামসুদ্দিন (৪২)পিতা মাদুর প্রামাণিক,সর্ব সাং খিয়লী, থানা দুপচাঁচিয়া,জেলা বগুড়া।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক যানবাহনকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.