বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে মাদক সেবনের অভিযোগে সাইফুল ইসলাম গিটু (৩২) নামে এক মাদকসেবী যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড প্রাপ্ত যুবক সাইফুল ইসলাম গিটু (৩২) বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের ঠনঠনিয়া (একইর) গ্রামের এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে।
বিরামপুর থানার এসআই মামুন জানান, রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাঁজা সেবন করার সময় সাইফুল ইসলাম গিটুকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর আসামি সাইফুল ইসলাম গিটু গাঁজা সেবন দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন স্যার।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম গিটু (৩২) কে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.