মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা শ্যামনগরে মহিষ জবাই করার সময় দড়ি ছিড়ে যাওয়ায় হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শোমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী।
পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বৈশখালী গ্রামের কয়েকজন লোক সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতি নিচ্ছিল। মহিষটি বাধার এক পর্যায় হঠাৎ করে পায়ের দড়ি ছিড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওই ৬ ব্যক্তিকে মহিষ শিং দিয়ে গুতিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবসির সহায়তায় হিংস্র মহিষটিকে উদ্ধার করে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের আঘাত গুরুতর। তাদেরতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.