মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ গেল বছরে সাতক্ষীরায় ৫৩ টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। আহত হয়েছে কমপক্ষে ৬৩ জন। দুর্ঘটনাগুলোর অধিকাংশ ঘটেছে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ২০২৪ সালের ফেব্রুয়ারি ও মে মাসে। বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা বিআরটিএ এর সহকারী পরিচালক কে. এম. মাহবুব কবির।
বিআরটিএ সাতক্ষীরার একটি পরিসংখ্যান মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে দুর্ঘটনা ঘটেছে ১৭ টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ১৩ জন। তবে এই তিন মাসের মধ্যে বেশি দুর্ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে। এই মাসে দুর্ঘটনা ঘটেছে ৭ টি, এতে নিহত হয়েছে ৭ জন এবং আহত হয়েছে ৮ জন।
তবে বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যায় বেশি। এপ্রিল থেকে জুন মাসে দুর্ঘটনা ঘটেছে ১৬ টি। এতে নিহত হয়েছে ১৭ জন এবং আহত হয়েছেন ২৬ জন। তবে এই তিন মাসে আহতের সংখ্যা বেশি। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭ টি। এতে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে ১১ জন। তবে সেপ্টেম্বর মাসে জেলায় কোনো সড়ক দুর্ঘটনায় ঘটেনি। তাছাড়া এই তিন মাসে সব থেকে কম দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাসে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ১২ টি। এসব ঘটনায় নিহত হয়েছে ১৫ জন এবং আহত হয়েছে ১০ জন।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩০ বছরের কম বয়সীদের মৃত্যুহার সব চেয়ে বেশি। এদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সড়কের বিশৃঙ্খলা। উচ্চ গতিতে বাইক চালানো। দ্রুত গতিতে চালানোর ফলে বাইক তাদের কন্ট্রোলের বাইরে চলে গেলেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া বর্তমানে দুই ও তিন চাকার গাড়ির দুর্ঘটনার সংখ্যাও দিনদিন বাড়ছে।
পরিবহন ড্রাইভার শেখ জাকির হোসেন বলেন, সড়কে গাড়ি চালকদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কাকে পেছনে ফেলে আগে যেতে পারবেন। এই প্রতিযোগিতা দিনশেষে তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আবার কোনো কোনো সড়কে বাঁক বেশি থাকে। যে কারণে সেই সব বাঁক পেরোতে গিয়ে গাড়ি চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যারা গাড়ি চালান, তাদের অনেকেরই উপযুক্ত ও পর্যাপ্ত প্রশিক্ষণ থাকে না। যে কারণে তারা ট্র্যাফিক আইন সম্পর্কেও ভালোভাবে জানেন না। সড়কে প্রায়ই ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে। এসব গাড়ি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে। ফলে অকালে মৃত্যু বা পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অসংখ্যা নিরীহ যাত্রী ও পথচারীদের।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.