রাকিব হোসেন,ঢাকাঃ দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।
শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
তাই সামাজিক সংগঠন “ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন” গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
(বৃহস্পতিবার) ৯ জানুয়ারী বিকাল পাঁচটায় মিরপুরের কাফরুল থানাধীন হাজী আলী হোসেন রোড বাইশটেকী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর এর সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আনোয়ারুল করিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোঃ তসলিম বলেন, শীতকাল সবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। “ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন” আজ কিছু কম্বল গরীব অসহায়দের মাঝে বিতরণ করেছে। আমি এ কাজ টিকে স্বাগত জানাই। এমন কাজ আমাদের সমাজের সকল সংস্থা ও বিত্তবানদের করা উচিত।
ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর সাংবাদিকদের জানান, আমি দেশি বিদেশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি এবং ভিবিন্ন ধরনের সামাজিক উন্নায়ন মূলক কাজ করে যাচ্ছি, আমি ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি,ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের সামন্য পরিসরে এ আয়োজন। আশা করি সামনে আমরা আরো অনেক বড় পরি সরে এ আয়োজন করতে পারবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.