মোঃ সিফাত হোসেন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে একটি মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু সালেহ এর ৪টি গরু লুটের মামলার প্রধান আসামি কানিজ ফাতেমা ওরফে পপি হাওলাদার(৩৫) ও তার ছেলে তাশমিম হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানা পুলিশের সহায়তায় দুমকি থানা পুলিশের একটি টিম বগা বন্দরস্থ একটি বাসা থেকে তাদের আটক করে।
জানতে চাইলে দুমকি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাকির হোসেন বলেন, আসামীদের গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগরবদি গ্রামের হানিফ গাজীর ছেলে মাওঃ মোঃ আবু সালেহর বাড়ি থেকে ২টি গাভী গরু বাচ্চাসহ লুটের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত. আবদুল করিম হাওলাদারের মেয়ে এলাকায় চিহ্নিত সুদ কারবারি এবং লেডি সন্ত্রাসী হিসেবে পরিচিত পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনী জোড়পূর্বক বাচ্চাসহ ৪টি গরু লুট করে ট্রলারে করে নিয়ে যায়। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় দুমকি থানায় গরু লুটের মামলা দায়ের করেন। দুমকি থানার মামলা নং ০২।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.