বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে লালমোহন ও গজারিয়া মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. আল-ইসলাম এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. আমির হোসেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, লালমোহন থানার এসআই হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.