লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় মো: মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি)বেলা ১১টার সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাব গঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিরাজ উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ীর আজাদ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তোরাবগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্রাক্টরট্রলিতে গাছের গুড়ি ভর্তি করে করইতলা এলাকায় ব্রিক ফিল্ডে যাচ্ছিলেন, বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিক্সা নিয়ে ঘটনাস্থলে পৌছলে, ট্রাক্টরট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজ এর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টর চালক কবির হোসেন বর্তমানে পলাতক আছে।
কমলনগর অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.