ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের ব্যবসা শেষে কনকনে শীতে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ছে একটি দোকান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ২:৩০ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানীর প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, মধ্যরাতে সকলে যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনী আগুন আগুন বলে চিৎকার অতঃপর মসজিদের মাইকিং। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই সকল বাজার গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা কোন পানির ট্যাঙ্ক নেই। পৌরসভার কয়েকটি বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা পানির ট্যাঙ্কের নির্মাণ করলে সহজে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা যেত ব্যবস্থা গ্রহণ করা যেত।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতন বাজারে ভিতরে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানটি মুদি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.