রানা খান, শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা - বরমী আঞ্চলিক সড়কে ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এখলাস উদ্দিন(৩০) নিহত হয়েছে, মোটরসাইকেলে থাকা আরোহী মারাত্মক আহত হয়েছে। নিহত এখলাস উদ্দিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মধ্যবাড্ডা গ্রামের সফর উদ্দিনের ছেলে।
১৪ই জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি পলিপ্যাক কারখানার পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা ড্রাম টাকের পালক ও হেলপার কে আটক করে পুলিশে দিয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক রুহুল কাইয়ুম বলেন, ড্রামট্রাক,চালক, এবং হেলপারকে আটক করা হয়েছে,আইনি প্রক্রিয়া চলমান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.