আসাদুজ্জামান খান লিপন,কিশোরগঞ্জঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জেলা শহরের গাইটাল এলাকার জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও কম্বল বিতরণের আয়োজন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন নূরুল হেরা মাদ্রাসার শিক্ষক হাফেজ সাদ্দাম হোসেন।
এতে অন্যদের মধ্যে জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, কিশোরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি মো. সিরাজ উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাসির উদ্দিন রিপন, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন দুলাল ও সামছুল ইসলাম কেনু, বিএনপি নেতা মো. রুবেল মিয়া, পেশাজীবী সংগঠক আব্দুর রাজ্জাক প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি দোয়ার আয়োজন করছেন। এ উপলক্ষ্যে ২৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.