রাম বসাক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন স্লোগান সংবলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে জানাজানি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন অনেকেই।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পত্রে দেখা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার গত সোমবার (১৩ জানুয়ারি) পত্রটি উপাচার্যের নির্দেশক্রমে সই করেছেন। পত্রটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।
ওই পত্রটিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যয়িত অর্থ সাধারণ ও ঘটনাত্তোর বিল অথবা অগ্রিম বিলের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। এসব বিল প্রদান এবং অগ্রিম বিল সমন্বয়ের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও উৎসে কর প্রদান করতে হয়। ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট ও উৎসে কর প্রদানের হারে কিছু পরিবর্তন হয়েছে। সাধারণ ও ঘটনাত্তোর বিল এবং অগ্রিম বিল দাখিল করার ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত এসআরও নম্বর-১৯ আইন/২০১৫/২৭৩-মূসক সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট প্রদানপূর্বক বিল দাখিলের জন্য অনুরোধ করা হলো।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং-এ আছেন বলে কথা বলতে পারবেন না।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.