নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জে ব্যাক্তি মালিকানা জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার নাগরি মঠবাড়ী এলাকায় রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, জমির ক্রেতা জনাব আলী ১৯৭৪ সালে রায় মোহন রায় হতে ৩৮২ শতক জমি ক্রয় করেন।
পরবর্তীতে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় জমির মালিকানা দাবি করে জমি দখল করে নেয়। ভুক্তভোগীরা জানান, তাদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি ও সন্ত্রাসী দিয়ে হয়রানি করা হয় এবং তাদের সংরক্ষিত সাইনবোর্ড ভেঙ্গে উপড়ে ফেলে দেয় এবং ওয়ারিশগণকে মারধর করে স্কুলের জমি বলে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
জমির মামলার সূত্রে জানা যায়, খরিদ সূত্রে মামলা চলাকালীন সময়ে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় উক্ত সম্পত্তিতে মালিকানা দাবী করলে বাদী জনাব আলী উক্ত মোকদ্দমায় বিগত ১৬/০৫/৭৬ ইং তারিখে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় এবং নারায়ন চন্দ্র সোমকে বিবাদী করার জন্য আদালতে দরখাস্ত দায়ের করেন।
মামলার ১ং বিবাদীনি মৃত রায় মোহন রায়ের স্ত্রী কিরন বালার কোন আপত্তি নাই মর্মেও আদালতকে লিখিত জবাব পাঠান। উক্ত মোকদ্দমায় ৪ নং বিবাদী হিসাবে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় বিগত ২৫/০৩/১৯৭৭ ইং তারিখে লিখিত জবাব দাখিল করে মামলায় পরিচালনা করতে থাকেন।
পরবর্তীতে দেঃ নং ২২২/১৯৭৫ মোকদ্দমাটি ঢাকা হইতে বদলী হয়ে নারায়নগঞ্জ সাব জজআদালতে দেঃ নং ১২৮/১৯৮১ নম্বরে বহাল হয়।বিজ্ঞ আদালত দেঃ নং ১২৮/১৯৮১ মোকদ্দমাটি বাদী জনাব আলীর পক্ষে রায় প্রকাশ করেন।
জনাব আলীর প্রাপ্ত রায় ও ডিক্রির বিরুদ্ধে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় নারায়নগঞ্জ সাব জজ আদালতে মিস কেইস নং ১২৭/৮৬ দায়ের করে এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের স্বাক্ষীপ্রমাণ গ্রহণ করিয়া রায়েরদিয়া হাই স্কুলের দায়েরকৃত মিছ কেইসটি বিগত ১৬/০২/৮৭ ইং তারিখে দোতরফা সূত্রে খারিজ করিয়া দেন এবং জনাব আলীর প্রাপ্ত রায় ও ডিক্রি বহাল রাখেন।
ভুক্তভোগীরা আরও জানান, আদালতের রায় প্রকাশের পরেও স্কুল কমিটি জোর পূর্বক জমি দখল ও সাইনবোর্ড টাঙিয়ে রাখেন এবং জমির মালিকগণ জমি সংরক্ষন করতে গেলে সন্ত্রাসী কর্তৃক বাধা এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কায়সার আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান মামলা চলমান। জমি আমাদের দখলে আছে, আমরা আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.