বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় নদীতে জলদস্যুতা এবং চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীতে বরিশাল রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এ অভিযান চালানো হয়।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার এবং থানার এসআই-এএসআই সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানের ব্যাপারে ওসি সিরাজুল ইসলাম বলেন, নদীতে জলদস্যুতা, ডাকাতি এবং চাঁদাবাজিসহ নৌপথের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। নৌপথে সাধারণ মানুষ ও জেলেদের নিরাপত্তাসহ অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.