মোঃ সিফাত হোসেন,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসার স্থাবর ও অস্থাবর সম্পত্তির সঠিক বিবরণ এবং বিগত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক কার্যক্রমে অস্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
ভিপি নাঈম বিশ্বাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ জুবায়ের, দপ্তর সম্পাদক মোঃ তাওহীদসহ অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষার্থীরা আন্দোলনে নেতৃত্ব দেন। তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হলে মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় থাকবে এবং শিক্ষার মান উন্নত হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে গভর্নিং বডির নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা, আর্থিক লেনদেনের সঠিক হিসাব প্রকাশ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তবে স্মারকলিপি প্রদানের আগে আন্দোলন বিক্ষোভে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আশাবাদী, এই কর্মসূচি মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে।
পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ মাহমুদ ওসমান সোহেল এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ, পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা দুমকি উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ভবিষ্যতে প্রশাসনিক প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.