বিপ্লব তালুকদার,নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটিুনিতে মোঃ আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যূ হয়েছে।
রোববার (১৯ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১২ টার সময় উপজেলার কাসোবাড়িয়া- রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতাসহ পুকুর মালিকরা তাকে বেদম মারপিট করে আহত করে। পরে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মনোয়ার জাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার (১৯ জানুয়ারী) দিনগত রাতে
উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে চোরের দলটি রাত সাড়ে ১২ টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া- রামশারকাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লীজ নেয়া পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্নান।
এ অবস্থায় তারা পুকুর মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল-জাহিদকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন। পরে তারা ঘটনাস্থল থেকে মান্নানকে তুলে নিয়ে যায় এবং তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ওই ইউপি সদস্য অসুস্থ্য অবস্থায় আব্দুল মান্নানকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই তার স্বজনরা নাটোর সদর হাসপালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.