মোঃ মিজানুর রহমান,রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ রাজশাহী জেলা যুবদলের মতবিনিময় সভায় বিশাল মোটরসাইকেল শোডাউন করে যোগ দিয়েছেন পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আল-আমিন।
আজ সোমবার (২০ জানুয়ারী) উপজেলার বিড়ালদহ মাজার এলাকা থেকে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকায় মতবিনিময় সভায় গিয়ে যুক্ত হয়।
জানা যায়, রাজশাহী জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা যুবদলের সকল স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবে বলেও জানা যায়।
এসময় পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আল-আমিন জানান, ‘কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আজকে জেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। মতবিনিময় সভা সফল করতে আমার নেতৃত্বে পুঠিয়া উপজেলা যুবদলের সকল ইউনিয়ন ও পৌর যুবদলের সকল স্তরের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন।’
যুবদলসহ মূল দল বিএনপির যেকোন প্রয়োজনে তৃণমূলের কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আল-আমিন।
মোটরসাইকেল শোডাউন শেষ করে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান সোহেল, পুঠিয়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহার ফকির, জাকারিয়া হিমেল, উপজেলা যুবদল নেতা আহসান হাবিবসহ অসংখ্য নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় যুক্ত হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.