ভোলা প্রতিনিধিঃ ভোলার বিসিক শিল্প এলাকায় নকল চিপস ও উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভোলা জেলা প্রশাসন।
সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যলয় ফিল্ড অফিসার সিএম এইচ এম তানজীল।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার যায়েদ হোছাইন বলেন, ভোলার বিসিক এলাকায় নাহিয়ান ফুডস কারখানায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির অভিযোগে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।কোনো প্রকার বিএসটিআই অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল।
বিএসটিআই থেকে পণ্যের লাইসেন্স না নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডেরের প্যাকেটে নকল পণ্য মোড়কজাত করে বিক্রিকরে আসছিল।
নকল মোড়কজাত পণ্যের মধ্যে ছিল- বম্বের সুইটসের চিপস, পটেটো চিপস।
একই সঙ্গে তারা নিম্ন মানের চানাচুর,জিনুক চিপস তৈরি করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এ জন্য প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতিও পাওয়া গেছে।
নকল পণ্যের তৈরির দায়ে নাহিয়ান ফুড’র স্বত্বাধিকারী রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে বিএসটিআই অনুমোদন ছাড়া কোন ধরনের শিশু খাদ্য তৈরি না করার জন্য বলা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.