মোঃ মহিউদ্দিনঃ দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক
পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাসানুজ্জামান, সিনিয়র অফিসার (সিভিল) সফিকুল ইসলাম, উপশাখার কর্মকর্তা মো. মিরাজ হোসেন, মো. ওসমানগণি, মো. নাজমুল হক।
ইসলামিক কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখার কর্মকর্তা মো. তাওসিফ।
প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকবৃন্দের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সেই সেবাকে আরও ত্বরান্বিত করতে ভোলার কুঞ্জেরহাট উপশাখায় চালু হল ইসলামী ব্যাংকিং কর্ণার। উক্ত ইসলামী ব্যাংকিং কর্নারের মাধ্যমে আমাদের গ্রাহকবৃন্দ আরও দ্রুত ও উন্নত পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করে উপকৃত হবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.