কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ মাছ বিক্রি করাকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৌবাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ২ পুলিশ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী জিয়াদ আলী স্থানীয় সাংবাদিক সহ প্রায় ১৫ জন আহত হয়েছেন
তাৎক্ষণিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ কেউ বাড়িতে চলে যান
স্থানীয় সুত্রে জানা গেছে গত রবিবার সকালে বৌবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয় একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয় যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে
গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায় এ ঘটনায় ২ জন আহত হয়
পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা এর জেরে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয়পক্ষের লোকজন। দুপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও যাত্রীবাহি যানবাহন আটকা পরে বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়
উভয়পক্ষকে শান্ত করতে সাবেক উপজেলা চেয়ারম্যান লাল মিয়া ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিহাদ আলী রাজনৈতিক নেতৃবৃন্দ ওয়ার্ড মেম্বার মুরুব্বী বৃন্দ সাংবাদিকবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন পরবর্তীতে যাতে এ বিষয়ে নিয়ে কোন ধরনের সংঘাত সংঘর্ষ না হয় উভয় পক্ষকে বলে সালিশ পর্যায়ে নেয়ার উদ্যোগ নেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে আমি সঙ্গীয় নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.