মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত সেমবার ২০ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১টা ০৫ মিনিটে কাশিমপুর থানাধীন মাধবপুর মেশিনপাড় এলাকার শওকত মন্ডলের হোয়াইট হাউজ নামক বাড়ির সামনে পাকা রাস্তা থেকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকার আশুলিয়া থানার গাজীরচট গ্রামের মোঃ সামির উদ্দিন ও মোসাঃ কহিনুর বেগমের ছেলে মোঃ দূর্জয় মিয়া ওরফে সুজন (২৯)।লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেরুয়া নয়ারহাট গ্রামের মৃত জহির আলম ও মৃত জাহানারা বেগমের ছেলে মোঃ আল আমিন (৩০)। বর্তমানে তিনি কাশিমপুর থানাধীন মাধবপুর মেশিনপাড় এলাকার শওকত মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।
কাশিমপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের এই সফল অভিযানে এলাকার নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.