এম এ হানিফ রানা,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ "কথায় বলে চোরের দশ দিন, গার্হস্থের একদিন"।
এলাকায় একাধিক চুরি,চোরের সন্ধান নেই। দোকানের উপরের টিন কেটে দোকানের মালামাল লোট, এখনেও চোরের সন্ধান নেই। রাত্রিকালীন নাইট গার্ড থাকলে তাদের চোখের আড়ালেই হচ্ছে চুরি। কিন্তু চোরের দেখা নেই। এভাবেই চুরি করে যাচ্ছিল দিনের পর দিন।
অবশেষে ধরা পরলো চোর। সকালে গাজীপুরের ২৬ নং ওয়ার্ডের শহীদ নিয়ামত সড়কের বাসিন্দা কাশেম মিয়ার বাড়িতে চোর ধরা পরলে উৎসুক জনতার ভীর লেগে যায় চোরকে দেখার জন্য। চোর দেখে তো সবাই অবাক! চোর তো সকলের পরিচিত -- সে এই এলাকাতেই ভাড়া থাকতো দীর্ঘ দিন। কথায় আছে যেই থালায় খায় সেই থালাই ফুটো করে, এখানেও হয়েছে তাই।
কুড়িগ্রামের মজিবুর রহমান ও মা শাহিদা খাতুনের ছেলে মোঃ শাহীন ও তার সহযোগী বাটটু সেহাগ সহ আরো সহযোগিরা
জানতে চাইলে শাহীন ও স্বীকার করে সে এবং তার সহযোগীরা দীর্ঘ দিন যাবত নিয়ামত সড়ক, লক্ষিপুরা সহ অনেক জায়গায় চুরি করে আসছিলো। সম্প্রতি নিয়ামত সড়ক এক দোকানের টিন কেটে মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। এবং অতিতেও কয়েকটি দোকান ও বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী। চোর শাহীন কে ধরার পরে বাকি সদস্যদের ধরারও প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.