মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা তালা উপজেলা বিএনপির কমিটি বিভক্ত করে পাটকেলঘাটা নামে আলাদা কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ৭টি ইউনিয়ন নিয়ে তালা ও ৫টি ইউনিয়ন নিয়ে পাটকেলঘাটা বিএনপি কমিটি করা হবে। চলতি মাসের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১৫জানুয়ারি তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বিশেষ বর্ধিত সভা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে ১০৮টি ওয়ার্ড কমিটি, ৫ ফেব্রুয়ারির মধ্যে ১২টি ইউনিয়ন ও ১৫ ফেব্রুয়ারির মধ্যে তালা উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তার আগে তালা ও পাটকেলঘাটা পৃথকভাবে এডহক কমিটি গঠন করা হতে পারে।
এদিকে তালা ভেঙে পাটকেলঘাটা থানা বিএনপির আলাদা কমিটি গঠনের খবরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। সভাপতি পদে একাধিক নাম শোনা যাচ্ছে। তার মধ্যে তালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহব্বত আলীর মধ্যে যে কেউ সভাপতি হতে পারেন। সাধারণ সম্পাদক পদে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি রাশিদুল হক রাজু, সাবেক যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজের মধ্যে যে কেউ নির্বাচিত হতে পারেন। তবে দলীয় নেতাকর্মীদের দাবী প্রধান পদ গুলোতে যারাই আসুক তারা যেনো নির্বাচনের মাধ্যমে আসেন। কোনো ভাবেই কেউ পকেট কমিটি মানবেন না। অধিকাংশ নেতাকর্মীরা বলছেন এ রকম হলে পাটকেলঘাটা বিএনপির দল গতিশীল হবে।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, কিছু বিষয় আছে আগাম মন্তব্য করা ঠিক না। দলীয় হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব। তালা ও পাটকেলঘাটা আলাদা কমিটি করা নিয়ে আলোচনা চলছে।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, পৃথক কমিটির জন্য আলাপ আলোচনা চলছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। কেন্দ্র যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.