রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মো:মিজানুর রহমান রাজশাহীর পুঠিয়ায় পাওয়ার টিলারের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নাহিদ (১৮) নিহত হয়েছে,তার বাড়ি পুঠিয়া গোবিন্দনাগর গ্রামে। সে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের গোবিন্দনাগর গ্রামের সেলিমের ছেলে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কে পুঠিয়া থেকে বাড়িতে ফেরার পথে তাহেরপুরের দিক থেকে আসা পাওয়ার টিলার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায় নাহিদ, মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠান,হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির চাচাতো ভাই ইমন জানান, ছেলেটি তার বাড়ির উদ্দেশ্যে পুঠিয়ার দিক থেকে রওনা দিলে উপজেলার নিমতলা স্থানে ওয়েল্ডিং মিস্ত্রি শাহিনের দোকানের সামনে এলে তাহেরপুরের দিক থেকে আসা একটি পাওয়ার টিলার গাড়ি তাকে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির জানান, ঘটনাটি শুনে দুর্ঘটনা স্থানে ফোর্স পাঠিয়েছি । মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.Notifications