মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩১ই জানুয়ারি) জুমার নামাজের পর বোরহানউদ্দিন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাতাব্বরের আয়োজনে।পৌর ৪,৬ ও ৭ নং ওয়ার্ডের ৬ টি মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে পবিত্র জুমার নামাজের ইমাম ও মুসল্লীগন অংশগ্রহণ করেন। বোরহানউদ্দিন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাতাব্বর বলেন, বোরহানউদ্দিন পৌরসভার বিএনপির দুঃসময়ের কান্ডারী কর্মী বান্ধব নেতা মনিরুজ্জমান কবীর ভাই অসুস্থ। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি বৌরহানউদ্দীন উপজেলার একজন সুপরিচিত মানুষ। সবাই তাকে ভালো মানুষ হিসাবেই জানে। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দাইত্ব পালন করছেন। আমরা পৌর বিএনপির পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি দোয়া মাহফিলে বোরহানউদ্দিন পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.