কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেটের কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার তেলিখাল ইউনিয়নের শাহপরান (রহ:) পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় ডিবি। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহারে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা'র (ডিবি উত্তর জোন) উপ-পরিদর্শক ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের শাহপরান (রহ:) পেট্রোল পাম্পে সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ পিছ ভারতীয় ফেনসিডিলসহ মোহাম্মদ রাহিম আহমদ (২২) নামে একজনকে আটক করে সে উত্তর রণীখাই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের আসাদুল হকের পুত্র। এসময় তার সহযোগী রবিউল (২২) পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ডিবি পুলিশ কতৃক মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মামলাটি তদন্ত করবে ডিবি পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.