বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সমর্থকরা সোসাল মিডিয়ায় শুভ কামনা এবং অভিনন্দন জানিয়ে পোস্ট করে এছাড়া তার অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান শত শত নেতাকর্মী। জানা যায়, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও নাটোর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে গত ২০ সেপ্টেম্বর দলীয় নির্দেশনা অমান্য করে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। জানা যায়, দাউদার মাহমুদ নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, উপজেলা ছাত্রদলের পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের শাসনামলে বহুবার কারাভোগ করেন। তার ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা হয়। এ বিষয়ে দাউদার মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতি করে আসছি। আমি এই দলের একজন কর্মী হতে পেরে গর্বিত। বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি। বহুবার কারাভোগ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ২০১৮ সালে ধানের শীষ হাতে তুলে দিয়েছে। এতে আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমান আমার প্রেরণা। আমি দলের তৃণমূল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে ছিলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.