কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ'র বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর কর্তৃক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের থানা বাজার পয়েন্টে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করেন এলাকার কয়েক শতাধিক মানুষ মানববন্ধনে বিশিষ্ট মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য দেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, শামীম আজাদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, আজির উদ্দিন, শ্রমিক নেতা জাকির হোসাইন প্রমুখ পরে কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি একজন জলমহাল ব্যবসায়ী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আমার উপর দায়েরকৃত মামলার নূন্যতম কোন সম্পর্ক নাই। আমি সিলেটে স্বপরিবারে বসবাস করে আসছি। এ বিষয়ের উপর আমার কোনো হস্তক্ষেপ নেই। কর্তৃপক্ষের নিকট অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার জন্য। উল্লেখ্য: কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জনের নামে মামলা করেছে। সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদি হয়ে গত রোববার এ মামলাটি দায়ের করেন। মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্নাহকে (৪৫) প্রধান আসামি করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.