মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার সকল মাদ্রাসার প্রধানদের নিয়ে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও কমিটি গঠন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে। মুসলমান ও ইসলাম ধর্ম প্রসারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে নৈতিকতা দেশাত্মবোধ ও চরিত্র উন্নয়ন সম্ভব। লালমোহর উপজেলার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তিনি সকল প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা কামনা করেন এবং তিনি নিজেও সহযোগিতা করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: মো.মোশাররফ হোসাইন'র সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসেম, সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ, চতলা হাসেমিয়া মাজেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর, ডাওরিহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু তাহের, চতলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ এমরান, আব্দুল মোতালেব দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিবুল্লাহ, বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মতিউল ইসলাম, কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদ্রাসা সুপার বশির উল্লাহ, মহেশখালী ফজর আলী দাখিল মাদ্রাসার সুপার মোস্তফা কামাল সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.