পুঠিয়ায় বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে পিটিয়ে রক্তাক্ত পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বসত বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এক শিশু ও তার মা'কে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭ দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার গন্ডগোহালী এলাকার (ঢাকা পাড়া) গ্রামের পুঠিয়া উপজেলা সদরে ফুটপাতে ফল বিক্রেতা সুজন আলী ও একই এলাকার সুজনের প্রতিবেশী সাইদুর মিয়ার পরিবার তাদের উভয়ের মাঝে বসত বাড়ির ভিটা জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষই তাদের বসতবাড়ির জমিটি নিজেদের দাবি করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়েয়ে মারামারি শুরু হয়। ফল ব্যবসায়ী সুজনের ১২ বছর বয়সী রিফাত হোসেন শুভ মারধরের শিকার হয়ে রক্তাক্ত হয়। এছাড়াও ভুক্তভোগী সুজনের স্ত্রী ফেরদৌসী বেগম বলেন, আমাকে কোন রক্তপাত ছাড়াই কিল ঘুষি দিয়ে ব্যাপক মারধর করেছে সাইদুর ও তার তিন ছেলে আলামিন শাহীন ও তুহিন। আমার ছেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমি এর বিচার চাই। অপরদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইদুর মিয়ার ছেলে, তুহিন মিয়া বলেন, ওরাই মারামারি করে তাদের ছেলের মাথা ফাটিয়েছে। আর এসব বিষয়ে আমি জানিনা। অপর আরেকজন মাসুদ রানা নামের ব্যক্তি বলেন, তাদের মা ছেলেকে অনেক মারধর করা হয়েছে। ছোট বাচ্চাটিকে এভাবে মারধর করা ঠিক হয়নি। আহত শুভর পিতা সুজন আলী বলেন, ওরা বংশ বড় তাদের অনেক লোকজন তাই ক্ষমতা দেখে আমাদের উপর হামলা করেছে। আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে আমার বউকে ব্যাপক পিটিয়েছে। আমি এসবের বিচার চাই। এসব বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মারামারির ঘটনায় প্রাথমিক ভাবে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.