সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন নামের(৬৯) একজন নিহত হয়েছে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও -পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর মোল্লা পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও -পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড় এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী এক মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও অক্ষত অবস্থায় বেঁচে যান তার নাতি খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি এ বিষয়য়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.