নুজহাত তাসনীম আওন বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রতিপাদ্য "এসো দেশ বদলাই" এসো পৃথিবী বদলাই" বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পৌরসভা থেকে দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, পৌরনির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব মোঃ সজল, পৌরসভার উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়া, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময়, সায়েবীন, এছাড়াও বিরামপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ , বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও স্কাউটের ছাত্রছাত্রী বৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন বলেন প্রতিনিয়তই মশা বাহিত রোগের প্রকোপ বাড়ছে। অপরিচ্ছন্ন জায়গায় প্রচুর পরিমাণে জীবাণু ও ক্ষতিকর পোকামাকড় বাস করে। এর প্রভাবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তাই পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মশা ও বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় জন্ম নেয় এরকম ঝোপঝাড় পরিষ্কার করি। এবং আমরা জনসচেতনামূলক ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করি। 'একতাই বল' আমরা সবাই মিলে কাজটি করার ফলে অনেক সহজেই কাজটি সম্পাদন করতে পারি। একা একা কখনোই এত বড় জায়গা পরিষ্কার করা সম্ভব না। দলবদ্ধভাবে কাজ করলে যে কোন কঠিন কাজই সহজ হয়ে যায়। এই কাজের মধ্যে আমরা শিখতে পারি দলবদ্ধ ভাবে কাজ করলে অনেক কঠিন আজও খুব সহজেই সম্পাদন করা যায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.