পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে। এই উপলক্ষে, পঞ্চগড়ের ডা. জহির উদ্দিন সরকারি গ্রন্থাগারের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। র্যালি শেষে ডা. জহির উদ্দিন সরকারি গণগ্রন্থাগারের হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক হাবিবা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন, এবং নজরুল পাঠাগারের সদস্য মো. ফজলে করিম নাসিরুল কাদের। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন এবং মোবাইল ফোন ও গেমে আসক্ত না হয়ে জ্ঞান অর্জনের জন্য গ্রন্থাগারে বেশি বেশি যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, বই পড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থাগারের গুরুত্ব ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.