মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সোনাই নদীর তীরে ভারতের পারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ প্রচেষ্টা বিজিবির বাধার মুখে ব্যার্থ হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার সরূপ নগর থানার বিথারি এলাকায় সীমান্তের সোনাই নদীর তীরে বিএসএফ এই বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। তবে এঘটনায় বিকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা অস্বীকার করে বিএসএফ। সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সরূপ নগর থানার বিথারি এলাকায় জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে সীমান্তের সোনাই নদীর তীরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ করছিল বিএসএফ। বিষয়টি বিজিবি কাকডাঙ্গা বিওপির একটি টহল দলের সদস্যদের নজরে আসে। সাথে সাথে বিজিবি সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কাটা তারের বেড়া নির্মাণ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ রাখার জন্য বিএসএফের প্রতি আহবান জানায়। একপর্যায় বিজিবির বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রেখে চলে যায়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের জানান, বিএসএফ হঠাৎ করে গোপনে সীমান্তের সোনাই নদীর তীরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। এসময় সীমান্তের টহলরত বিজিবি সদস্যদের নজর পড়লে তারো কাজে বাধা দেয়। বিজিবি বাধার মুখে কাজ ফেলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি অস্বীকার করে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পিআরও আবু জাফর পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তের যে কোন বিষয় দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এটা তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে বিষয়টি বিজিবি লেভেলে সমন্বয় হয়ে গেছে। বর্তমান সময়ে এই উত্তপ্ত পরিস্থিতিতে এগুলো নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.