সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে (৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং) বুধবার গভীর রাতে লিফলেট বিতরণের অভিযোগে সেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২টি পিকআপ ভ্যান বাড়িতে এসে কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আর্থান আলী আবীর, সাবেক কাউন্সিলর মাইদুল হক, পৌরযুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, কাওছার আলী ও মুন্না। এসময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে পুলিশ তাদেরকে বেধড়ক মারপিট করে। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ,হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমন আহত হয়। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উস্কানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিল এজন্য সামান্য তর্ক বির্তক হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.