ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চৌধুরী গোপালপুর সিএম পাবলিক লাইব্রেরি ও ক্লাব মাঠ দখলদারদের হাত থেকে রক্ষার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর, বিলপাড়া এলাকার ওই মাঠে দাঁড়িয়ে এ প্রতিবাদ করেন তাঁরা। এতে ওই এলাকাসহ আশেপাশের ছাত্র-জনতা, যুব সমাজ, শিশু-কিশোরসহ সব শ্রেণী পেশার মানুষ এসে মাঠে জড়ো হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, প্রায় ১ একর ৪৯ শতক আয়তনের খেলার এ মাঠটি দীর্ঘদিনের পুরনো। আমাদের এলাকার প্রায় ১০-১২ হাজার বাসিন্দা এই মাঠ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করেন। তাই মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট সব মহলের কাছে জোর দাবি জানাচ্ছি। মাছুম রেজা নামে এক যুবক জানান, আমাদের স্কুলে কোনো খেলার মাঠ না থাকায় স্কুলের ফাঁকে আমরা এই মাঠে এসে খেলাধুলা করি। এই মাঠেই আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠ না থাকলে আমাদের খেলাধুলার জায়গা থাকবে না। সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি যেন তারা কেড়ে না নেয়। অভিযুক্ত আমিরুল ইসলাম বলেন, এটা আমার শ্বশুরের ক্রয়কৃত জায়গা। প্রয়োজনীয় সব কাগজ আমাদের আছে। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আর আমি দীর্ঘদিন বিদেশে থাকায় এই জায়গা অব্যবহিত ছিল। এখন প্রয়োজন পড়েছে তাই মাটি ফেলছি। ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, এখানে তরুণদের পাশাপাশি আমাদের এলাকার শিশু-কিশোররা খেলাধূলা করে থাকেন। কিন্তু গ্রামের কিছু ব্যক্তি খেলার মাঠের কিছু জায়গার মালিকানা দাবী করে দখল করার জোর পায়তারা করছেন। ইতোমধ্যে তাঁরা মাঠের এক পাশে মাটি ফেলে দখলের চেষ্টা করছেন। তাদের দেখাদেখি মাঠের চারপাশের জমির মালিকরাও বিভিন্ন কৌশলে মাঠের জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, খেলার মাঠ দখলের কোন রকমের সুযোগ নাই। যারা ওই মাঠে একাংশ নিজেদের বলে দাবী করছেন, তাদের সাথে কথা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র অফিসে নিয়ে আসার জন্য বলা হয়েছে। খেলার মাঠ অবৈধভাবে দখলের কোন সুযোগ নেই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.