মো: বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা নৌকা (বারকি) শ্রমিক ট্রেড ইউনিয়ন কামরাঙ্গীখেল (রেজি: নং-সিলেট-৮৭)'র অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিজপাট ইউনিয়নের কামরাঙ্গীখেল লালাখাল সারী নদীর ঘাট সংলগ্ন বাজারে এই অভিষেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতাউর রহমান (আতাই)। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সাবেক আমীর নাজমুল ইসলাম, আনোয়ারুল আম্বিয়া, সেক্রেটারী রফিক আহমদ, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রুর মেম্বার, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক খসরু নোমান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জৈন্তা ডিএস মাদ্রাসার শিক্ষক রহমত আলী, নিজপাট ইউপি সদস্য সাইফুল ইসলাম। সংগঠনের উপদেষ্টা নিজপাট ইউপি সদস্য সেলিম আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন জামায়াতের আমীর কামাল উদ্দিন, দরবস্ত ইউনিয়ন জামায়াতের আমীর রিয়াজ উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, সদস্য শোয়েব উদ্দিন, সমাজসেবী রহিম উদ্দিন, চারিকাটা ইউপি সদস্য আজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য নূরুল আমিন,ব্যবসায়ী সিফত উল্লাহ কুটি মিয়া, যুবনেতা আব্দুর রকিব, জৈন্তাপুর উপজেলা নৌকা (বারকি) শ্রমিক ট্রেড ইউনিয়নের,সহ-সভাপতি আব্দুল মন্নান (কালা), সাধারণ সম্পাদক রফিকুর রহমান আলমাস, সাংগঠনিক ইসমাইল আলী, অর্থ সম্পাদক আব্বাস উদ্দিন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.