অজিত কুমার দাশ,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার একুশে সম্মাননা পদক গ্রহন। সার্ক কালচারাল ফোরামের উদ্যোগে শুক্রবার রাতে রাজধানী ঢাকার বিজয় নগরস্থ থ্রী স্টার হোটেল অরনেটের ভি আই পি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের হাত থেকে পদকটি গ্রহন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ।এটিএম মোমতাজুল করিমের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান হোসেন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণি বিদ্যানিভাগের প্রফেসর হামিদা খানম, আই বি এ আই এস ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা ধনিয়া বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর সায়রা বেগম শিউলী মালা, সংগীত শিল্পী ফাতেমা তুজ জহুরা, মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন,, আসিফুর রহমান, জায়েদ হোসাইন লাকি, মশিউর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার, সাখাওয়াত হোসেন, আমজাদ হোসেন আজাদ,প্রমূখ।উল্লেখ্য সারা দেশে জরিপ করে সমাজ সেবা, শিক্ষানুরাগী, শিক্ষক,গণমাধ্যম কর্মি, সাহিত্যে ও শিল্পী দের খোঁজে বের করে এ পদক গুলো দেওয়া হয়। তারই অংশ হিসাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়াকে সফল গণমাধ্যম কর্মি হিসেবে এ পদক দেয়া হয়
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.