গতকাল বরিশাল প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বরিশাল বিভাগীয় আহবায়ক বিটিপি, শাহসুফী মাওলানা আনোয়ার হোসেন দেওয়ান, পীর সাহেব,মালিপুর ঝালকাঠি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুফী সৈয়দ জাফর সাদিক শাহ, প্রেসিডিয়াম সদস্য, পীর সাহেব চট্রগ্রাম দরবার শরিফ। বক্তব্য রাখেন দরবেশ সাঈদ শাহ চিস্তি, শিকার পুর দরবার শরিফ, শাহসুফী কদম আলী ফকির চিস্তি,মদিনাবাদ দরবার শরিফ,শাহজাদা কাজী হাবিবুন্নবী বখসী, বখসীয়া দরবার শরিফ,মাওলানা মহিউদ্দিন ঈন্দ্রকাঠী, ঈন্দ্রকাঠী দরবার শরিফ,শাহ মিডু,আহবায়ক বাংলাদেশ তরিকত যুব পরিষদ,কেন্দ্রীয় কমিটি। নুরে আলম চিস্তি, মাওলানা আব্দুল হান্নান শাহ, শামসিয়া দরবার শরিফ, ঝালকাঠি,মাওলানা মোঃ দুলাল শুরেশ্বরী,লাকুটিয়া দরবার শরিফ,মোঃ সোবাহান ভান্ডারী,গৌরনদী বরিশাল। জসিম ভান্ডারী, গৌরনদী, মাওলানা আসাদুজ্জামান, সাধারন সম্পাদক, পাক পান্জাতন পরিষদ, হযরত হান্নান মৃধা,নবগ্রাম মোবারক ফকির,মোঃ জাকির ফকির,নওশাদ ফারুকী,কাওসার আহমদ খান,বাদশা ফকির, সভাপতি বরিশাল পাক পান্জাতন পরিষদ,আরিফ বিল্লাহ পান্জাতনী,মোহন চিস্তি, রফিক চিস্তি। প্রধান অতিথির বক্তব্যে সুফী সৈয়দ জাফর সাদিক শাহ বলেন, সম্প্রতিকালে কতিপয় উগ্রবাদী সন্ত্রাসীরা বাংলাদেশের সুফী দরবেশদের মাজার দরবার গুলো ভেঙে দিয়েছে। আমরা বার বার প্রতিবাদ করেও, প্রতিকার পাইনি, সরকার সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। বিটিপির মহাসচিব, মোঃ শামসুল আলম চিস্তি বিটিপির পরিচয় তুলে ধরেন। এবং সকল সুফী দরবেশদের ঐক্যের আহবান করেন। তিনি বলেন, ইতিমধ্যে ৮০ টির বেসি মাজার ভেঙেছে, অনেক অনুষ্টানে বাঁধা প্রদান করেছে। এটা সুফী মারকাজ তথা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। বাংলাদেশে ইসলাম এনেছে, সুফী দরবেশরা প্রত্যেকটা মাজার খানকা তরিকত তাছাউফ প্রচারের প্রান কেন্দ্র। সুতরাং এতোদিন সুফী দরবেশদের মাজার খানকা দরবার গুলোতে হামলার প্রতিবাদ করেছি। আর প্রতিবাদ নয়। এখন থেকে প্রতিরোধ গড়ে তুলে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়া হবে। হোসাইনী মোসলমান শহিদী হতে ভয় পায়না। আর সহ্য করা হবেনা। এখন থেকে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শাহ মিডু, আহবায়ক বাংলাদেশ তরিকত যুব পরিষদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.