মাসুম বিল্লাহ, বগুড়াঃ বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা,বিস্ফোরণ, অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গুয়াগাছি গ্রামের মৃত গোলাম রহমান খানের ছেলে মোঃ আশরাফুল আলম ওরফে আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খামারকান্দি দহপাড়ার মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুল আলম ওরফে আইয়ুব খান ও গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার থেকে মোঃ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।তাদেরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.