এস এম হুমায়ুন জেলা প্রতিনিধি বাগেরহাট।। বাগেরহাটে আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মী গ্রেফতার বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলমসহ জেলার নয় উপজেলা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার করা এসব নেতাকর্মীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজ নিজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গভীর রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম, মোরেলগঞ্জে ৩ জন, শরণখোলায় ২ জন, রামপালে ৫ জন, মোংলায় ৩ জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন ও চিতলমারী থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ওই নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্দেহভাজন আসামি বলে নিশ্চিত করেছেন পুলিশ। পুলিশ আরও জানায়, বাগেরহাট জেলাজুড়ে অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার গভীর রাতে বাগেরহাটের ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.