সভাপতি মো: বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম শাহিন মোঃ সিফাত হোসেন, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পিরতলা বাজার বনিক সমিতির নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গননা শেষে সাড়ে ৭টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ ও নির্বাচন কমিশনের অন্যান্য সদসগন। বিজয়ীরা হলেন, সভাপতি মোঃ বশির উদ্দিন(মোটরসাইকেল-১৫৪)। সহ-সভাপতি যথাক্রমে মোঃ ইয়াকুব আলী (মাইক্রোবাস -১৭২), মোঃ মাহাবুবুর রহমান (অটোরিক্সা-১৪৮),রাম চরণ গাইন(উড়োজাহাজ -১৪৬),সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহীন(চশমা-৯৯), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান(হরিন-১৭৩), সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল আলম মেহেদী (বাইসাইকেল-১৫৯)ও কোষাধ্যক্ষ মোঃ সোহেল হাওলাদার(জগ-২১৯)। বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক জিএম আবুবকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ রাজিব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পান্না। উল্লেখ্য পিরতলা বাজার বনিক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৩জন । এর মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং অপর ৮টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.