পঞ্চগড় প্রিতিনিধি পঞ্চগড়ে তারুণ্য উৎসবে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যেখানে জেলার ৪৩ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো: ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে গ্রাম পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে আরও সক্ষম হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.