পঞ্চগড় প্রতিনিধি নতুন বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন শ্রম ও পেশাজীবী মানুষের দক্ষতা উন্নয়নের লক্ষে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনে আয়োজন ও জেলা পরিষদের সহযোগিতার এই কর্মশালার অনুষ্ঠিত হয়। কর্মশালায় পঞ্চগড়ের উন্নয়ন ও সম্ভাবনাময়ী শিল্পে শ্রম ও পেশাজীবীর দায়িত্ব কর্তব্য ও তাদের করনীয় বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মতিউর রহমান, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সাবেত আলী বলেন আগামীর পঞ্চগড় হবে শিল্প সংস্কৃতি ও পর্যটন সমৃদ্ধ একটি জেলা। সব দিক থেকে এই জেলা এবং জেলার মানুষকে এগিয়ে নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মানুষের সহযোগিতা দরকার। নিজেদের জেলা ও ভাগ্যের উন্নয়ন করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.