মোঃ মহিউদ্দিন ০৫ ফেব্রুয়ারি 'জাতীয় গ্রন্থাগার দিবস' উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলার সহযোগিতায় ও জেলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার ভোলা, কর্তৃক আয়োজিত বই পাঠ , রচনা, চিত্রাংকন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। যাচাই-বাছাই এর পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোবাশ্বের আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে ভোলা। বিশেষ অতিথি- রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা। যায়েদ হোছাইন - সহকারী কমিশনার, স্থানীয় সরকার,ভোলা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শাহ আব্দুর রহিম নূরন্নবী, জেলা তথ্য কর্মকর্তা ভোলা। স্বাগত বক্তব্য রাখেন মোঃ সবুজ খান, "লাইব্রেরিয়ান/ সহকারী পরিচালক ভোলা । উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার লেখক, কবি- সাহিত্যিকগণ। কবি মোঃ মহিউদ্দিন প্রভাষক, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ। কবি মিলি বসাক প্রভাষক ,তজুমদ্দিন সরকারি কলেজ। কবি শাহজালাল বিল্লাহ প্রভাষক, তজুমদ্দিন সরকারি কলেজ। কবি দিলরুবা জেসমিন- সহকারী অধ্যাপক লালমোহন কলেজ। কবি নীহার মোশারফ, কবি মোঃ শাহাব উদ্দিন শামীম, কবি আল মনির, শিক্ষক ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কবি বিলকিছ জাহান মুনমুন, কবি ,সাংবাদিক নেয়ামত উল্লাহ সাংবাদিক জুয়েল চন্দ্র সাহা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী হন মোঃ শাহরিয়ার আতিক , ভোলা সরকারি কলেজ, তিথি দে ,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , লিপু বেগম ভোলা সরকারি কলেজ। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হন -- মোঃ শাহরিয়ার আতিক , ভোলা সরকারি কলেজ , জায়মা জাহান, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ জুনায়েদ ইসলাম , আনাস বিন মালেক( রাঃ )ইসলামী কমপ্লেক্স, লিপু বেগম , ভোলা সরকারি কলেজ ভোলা, মোঃ মাহবুব , ঢাকা ইউনিভার্সিটি এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি , আনন্দ চন্দ্র দাস , ভোলা সরকারি কলেজ ভোলা। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম-- নুসরাত অরিন, ইংলিশ স্কুল এন্ড কলেজ, মেহেরিমা মাইছুন , ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, নিশিত কুমার নিশান , ইংলিশ স্কুল এন্ড কলেজ, মোঃ আইয়ান, জামান আনাস বিন মালেক (রা) ইসলামিক কমপ্লেক্স, মোঃ জাহিদুল ইসলাম আনাস বিন মালেক( রাঃ) ইসলামিক কমপ্লেক্স , তাবাসসুম চৌধুরী বুশরা , ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোলা , চন্দ্রিমা, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । ভোলা সরকারি গণ গ্রন্থাগারে বই পড়া নিয়ে যারা বিজয়ী হয়েছেন-- সুমাইয়া তাসনিম- আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্স, তিথি দে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , ফারদিন ফারহা , আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্স, নির্ঝর কুমার নিল-- ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় । রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন -- মোঃ শাহরিয়ার আতিক, ভোলা সরকারি কলেজ, ভোলা, ফাতেমা তুজ জোহা , চরফ্যাশন সরকারি ক্যাডেট মডেল মাধ্যমিক বিদ্যালয় ভোলা, নিশাত ফারজানা প্রকৃতি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । এ সময় অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ভোলা জেলার বিশিষ্ট উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.