হারানো বিজ্ঞপ্তিঃ একটি মেডিকেল রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে গেছে আমি তাসলিমা আক্তার (৩৪), পিতা-ম:আবুল হাশেম , মাতা- মোছা:হালিমা বেগম, । গ্রাম- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন/ওয়ার্ড নং ২১ (পুরাতন ৫৭) ঠিকানা (বর্তমান) বি-ব্লক নার্সিং হোস্টেল, থানা-শাহবাগ , জেলা- ঢাকা। থানায় এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, আমি গত ০২/০২/২০২৫ ইং তারিখে সময় অনুমান দুপুর ১২.০০ ঘটিকার সময় আমার নিজ নামীয় আদ-দ্বিব ওইমেন্স মেডিক্যাল কলেজের রেজিঃ কার্ড টি অসাবধানতা বশত হারিয়ে যায়। আমার কলেজ রেজিস্ট্রেশন নাম্বার ২২৭৫. যাহা অনেক খোজাখুজি করিয়াও পাওয়া যায় নি ।উক্ত হারিয়ে যাওয়া মূল রেজিষ্ট্রেশন কার্ডের বিবরণ- রেজিষ্ট্রেশন নং -২২৭৫ শিক্ষাবর্ষ- ২০২১-২০২২, আদ-দ্বিব ওইমেন্স মেডিক্যাল কলেজ নার্সিং ইনস্টিটিউট, জিডি ট্রাকিং নং- vc94wG,। রেজিষ্ট্রেশন কার্ড টি নিজ যাতায়াতের সময় নিজের অজান্তে পরে যায়।সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করিয়া উহার কোন সন্ধান পাই নাই । এ বিষয়ে শাহবাগ থানায় ১২-০২-২৫ ইং জিডি করা হয়েছে, যার নং-৯১০।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.