সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে শনিবার ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্হান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। তিনি আরো জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান সাংবাদিকদের বলেন গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- চর রাজিবপুর উপজেলার ২ নং কোদালকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আছমত আলী (৪৫), রৌমারী সরকারি কলেজের সাবেক ভিপি এবং পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের দোসর ও চাকুরী দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎকারী প্রতারক মোঃ সাইদুর রহমান (৪৯), রাজারহাট উপজেলার ২ নং ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বসুনিয়া তোতা (৫০), কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার খন্দকার (৭০), উলিপুর উপজেলা শাখা আওয়ামী ওলামালীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (৫২), ফুলবাড়ীর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ বদরুল ইমাম মিলটন (৩১), ফুলবাড়ী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখা আওয়ামীলীগের সদস্য মোঃ মনসুর আলী (৫৪), ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম বতু (৪৫), ভূরুঙ্গামারী ১ নং পাথরডুবি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী (৫৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন লিমন (২৭), নাগেশ্বরী রায়গঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জুলহাস মিয়া (৬২), কচাকাটা কেদার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (৩০), ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম (৩৮), উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সুনিল কুমার শর্মা (৪৫), চিলমারী উপজেলার ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম (৩৫) ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪০) সহ মোট ১৬ জন ফ্যাসিস্ট কে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের পুলিশ কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.