

মোঃ সোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কাশিমপুরের ০২ নং ওয়ার্ডের লতিফপুর মণ্ডল নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ আগস্ট) আহত মো. সোহাগ কাশিমপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। মামলায় আসিফ মাহমুদ শান্ত, নাইম হাসান সোহান, আলাউদ্দিন, শামিমা আক্তার আন্নিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশীদের সঙ্গে বাড়িতে যাতায়াতের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সমঝোতা করে স্ট্যাম্পে চুক্তি হলেও প্রতিপক্ষ তাদের অংশ ছাড়তে অস্বীকার করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাত। গত মঙ্গলবার সকালে মো. আবুল হোসেন নামের এক প্রতিবেশী রাস্তার সামনে গেলে বিবাদীরা ধারালো দা, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় সোহাগ ও আবুল হোসেন আহত হন। পরে সোহাগের মা জাহানারা বেগম (৬৫) বাধা দিতে গেলে তাকে মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের রেজিস্ট্রেশন নং যথাক্রমে- আবুল হোসেন ৬১৭০/৪, জাহানারা বেগম ৬১৭১/৫ ও সোহাগ ৬১৭২/৬। এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার বিষয়টি সত্যতা পাওয়া গেছে। অতি দ্রুত এই দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।